বিভিন্ন প্রকার সেলাই সুতার বর্নণা | Garments Manufacturing – 1(5043)

বিভিন্ন প্রকার সেলাই সুতার বর্নণা

বিষয়: গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং-১
বিষয় কোড: ৫০৪৩
অধ্যায়ঃ১০ম

 

বিভিন্ন প্রকার সেলাই সুতার বর্নণা

সুতার উৎস কি?

সুতার উৎস হলো ফাইবার বা আঁশ।এই ফাইবার গুলো আবার বিভিন্ন উৎস হতে আসে যার উপর ভিত্তি করে সুতার বিভিন্ন প্রকারভেদ এবং সুতার নাম বিভিন্ন রকম। যেমনঃপ্রাকৃতিক ও কৃত্রিম। প্রকৃতিগত ভাবে ফাইবার গুলো প্রধানতঃউদ্ভিদ ও প্রাণী হতে আসে। যেমনঃকটন উদ্ভিদজাত উৎস হতে আসে আর উল প্রাণিজ উৎস হতে আসে। অন্যান্য প্রকৃতিক ফাইবারের মধ্যে রেয়ন,সিল্ক,হেম্প,লিলেন, পাট ইত্যাদি বহুল ব্যবহ্ত হয়। আবার কৃত্রিম ফাইবারের প্রধান উৎস হলো বিভিন্ন প্রকার কেমিক্যাল বা রাসায়নিক দ্রবাদি।কৃত্রিম ফাইবারের সবচেয়ে ভাল উদাহরণ হল নাইলন এবং পলিস্টার।

 

বিভিন্ন প্রকার সেলাই সুতার বর্নণা বিভিন্ন প্রকার সেলাই সুতার বর্নণা | Garments Manufacturing - 1(5043)

 

কিভাবে সুতা তৈরি করা হয়?

=>সুতার প্রকারভেদ বা বিভিন্ন সুতার নাম অনুযায়ী বিভিন্ন সুতার উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন রকম হয়ে থাকে।
টেক্সটাইল জগতের উৎপাদন চেইনের প্রথম ধাপ হচ্ছে ফাইবার।এই ফাইবারের spinning এর পর ইর্য়ান বা সেলাইয়ের উপযোগী সুতা পাওয়া যায়।ইর্য়ান একাধিক ফাইবারের সমন্বয়ে গঠিত। এই ইর্য়ানকে বুনন বা উইভিং এর মাধ্যমেই কাপড় তৈরি করা হয়।

বিভিন্ন ধরনের সুতার নাম

১.লিলেন সুতাঃ লিলেন সুতা খুব শক্ত প্রকৃতির হয়।ইহা সাধারণত গার্মেন্টস শিল্পে ব্যবহ্ত হয়।

২.সিল্ক সুতাঃ এই ধরনের সুতা সিল্কের চলমান এবং ভেঙ্গে যাওয়া উভয় ফিলামেন্ট থেকে তৈরি করা হয়।এই সুতা অধিকতর শক্ত এবং উন্নতমানের সুতা।

৩.কটন সুতাঃ কটন সুতা আবার ৩ প্রকার। যথা:
০.নরম কটন সুতা
০.মারসেরাইজড কটন সুতা
০.গ্লেইজড কটন সুতা

৪.পলিস্টার সুতাঃ এই সুতা কম দামি এবং শক্ত প্রকৃতির সুতা।কম দামি হওয়ায় খুব বেশি পরিমাণে ব্যবহ্ত হয়।

৫.নাইলন সুতাঃ লাইলন সুতা হল ঐ সব সুতার মধ্যে অন্যতম যা ঘরের কাজে এবং বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহ্ত হয়।নাইলন সুতা খুব শক্ত ও টেকসই হয়।নাইলন সুতা একধরনের কৃত্রিম সুতা যার প্রচলন ১৯৪০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়।এটি হালকা,মসৃন এবং পানি শোষণ করতে পারে না।

 

সেলাই সুতার বর্নণা

 

৬.রেয়ন সুতাঃ রেয়ন সুতার উৎপত্তি ফাইবার থেকে হওয়া সত্ত্বেও এটি উৎপাদনে রাসায়নিক প্রক্রিয়ার প্রয়োজন হয় বিধায় রেয়ন সুতাকে পুরোপুরি ভাবে প্রকৃতিজাত সুতা হিসাবে ধরা হয় না।একব্রডারি কাজে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহ্ত সুতার নাম হলো রেয়ন।উচ্চ গতির এমব্রয়ডারি মেশিনে ব্যবহারের সময় রেয়ন সুতার ছিড়ে যাওয়ার হার খুব কম।এর দাম কম হওয়ায় সিল্কের বিকল্প হিসেবে ব্যবহ্ত হয়।

৭.উলের সুতাঃ সাধারণ অর্থে উলেন হল ঐ সব সুতার অন্তর্ভুক্ত যা প্রাণির লোম থেকে উৎপাদন করা হয়।এই সুতা একাধিক ফাইবারের সমন্বয় করে তৈরি করা হয়। এই সুতা শীতের জামা ও কম্বল তৈরির জন্য ব্যবহার করা হয়। এছাড়া এমব্রয়ডারির কাজের ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে।

 

বিভিন্ন প্রকার সেলাই সুতার বর্নণা নিয়ে বিস্তারিত :

 

আরও পড়ুন…

Leave a Comment