সেলাই মেশিনের ফিড মেকানিজম
বিষয়: গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং-৩
বিষয় কোড: ৫০৬১
অধ্যায়: ৪র্থ
সেলাই মেশিনের ফিড মেকানিজম
ফিড মেকানিজম কাকে বলে?
যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে সেলাই করার সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য কিছু কাজ যেমনঃ গুণগত বৈশিষ্ট্যসম্পন্ন ভাল সীম উৎপন্ন করার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের সেলাই তৈরি করা, সেলাই রেখা বরাবর কাপড়ের কুঁচকানো ভাব দূর, প্রয়োজনীয় অংশে কুঁচি প্রদান করা হয় তাকে সেলাই মেশিনের ফিড মেকানিজম বলে।
ফিড মেকানিজম এর প্রয়োজনীয়তা?
সেলাই করে উৎপন্ন সিমের চেহারা এবং গুণগত বৈশিষ্ট্য ভাল পাওয়ার জন্য সঠিক ও সুষম দৈর্ঘ্যের স্টিচ তৈরি করা আবশ্যক। উপরন্তু সেলাই রেখা বরাবর কাপড় যেন সমান থাকে অর্থাৎ কুঁচকে না যায় তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ কাপড়ের স্টিচ দেওয়ার পর কাপড়ের দৈর্ঘ্য যেন ঠিক থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমের মধ্যে ইচ্ছাকৃতভাবে সেলাই রেখা বরাবর কাপড় কুঁচকানো হয়, যা প্রয়োজন বা ডিজাইনারের সার্থেই করা হয়।
সেলাই করে সীম উৎপন্ন করার সময় এ সকল আবশ্যক বিষয়সমূহ পূরণ করা হয় সেলাই মেশিনের ফিড মেকানিজম, সেলাই করার সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করে। ফিড মেকানিজম ছাড়া মেশিনের সাথে আরও কিছু যন্ত্রাংশ বা মেকানিজম এর সমন্বয় করে কাপড়ের গতি নিয়ন্ত্রণ করা হয়। পোশাকের গুণগত মান ঠিক রাখতে হলে সুষম এর প্রয়োজন। আর সুষম সেলাই এর জন্য ফিড মেকানিজম এর গুরুত্ব অপরিসীম।
ফিড মেকানিজম কত প্রকার ও কি কি?
ছয় প্রকার ফিড মেকানিজম আছেঃ
- ড্রপ ফিড পদ্ধতি (Drop feed system)
- ডিফারেন্সিয়াল বটম ফিড (Differential bottom feed)
- অ্যাডজাস্টেবল টপ ফিড সিস্টেম (Adjustable top feed system)
- নিডেল ফিড (Needle feed)
- ইউনিশন ফিড (Unision feed)
- পুলার ফিড (Puller feed)
বিভিন্ন প্রকার ফিড মেকানিজমের উদ্দেশ্য এবং ব্যবহার?
- ড্রপ ফিড পদ্ধতি (Drop feed system)
- ডিফারেন্সিয়াল বটম ফিড (Differential bottom feed)
- অ্যাডজাস্টেবল টপ ফিড সিস্টেম (Adjustable top feed system)
- নিডেল ফিড (Needle feed)
- ইউনিশন ফিড (Unision feed)
- পুলার ফিড (Puller feed)
সেলাই মেশিনের ফিড মেকানিজম নিয়ে বিস্তারিত :
আরও পড়ুন…