লিলেন বা ফ্লাক্স ফাইবার | Textile Raw Materials – 1

লিলেন বা ফ্লাক্স ফাইবার

বিষয়: Textile Raw Materials – 1
বিষয় কোড: 4921
অধ্যায়: ৪র্থ

 

লিলেন বা ফ্লাক্স ফাইবার

 

সেলুলোজ জাতীয় ফাইবার গুলোর মধ্যে ফ্ল্যাক্স ফাইবার হল অন্যতম শক্তিশালী ফাইবার। ফ্ল্যাক্স ফাইবার বাস্ট বা আশ জাতীয় ফাইবার এর অন্তর্ভূক্ত। ফ্ল্যাক্স ফাইবার এর উৎস হল ফ্ল্যাক্স প্ল্যান্টের কান্ডের ত্বক। সুতা বা কাপড় বোনার জন্য ফ্ল্যাক্স ফাইবার কে লিনেনে রুপান্তর করা হয়। যার ফলে ফ্ল্যাক্স ফাইবারকে লিনেন ও বলা হয়। লিনেন হল সুতার চেয়ে বেশি শক্তিশালী,শোষনক্ষম এবং শুকনো। লিনেন প্রাচীনতম ফাইবারদের মধ্যে একটি। যা প্রায় ৩০,০০০ বছর পূর্বে মিশরীয় মমি গুলোকে ঢেকে রাখার কাজে ব্যবহৃত হত।

ফ্ল্যাক্স ফাইবার একাধারে নরম,চাকচিক্যময়, নমনীয়,এবং দেখতে একগুচ্ছ স্বর্নকেশীর মত। এছাড়া ফ্ল্যাক্স ফাইবার আদ্রতা শোষনেও সক্ষম।

 

লিলেন বা ফ্লাক্স ফাইবার লিলেন বা ফ্লাক্স ফাইবার | Textile Raw Materials – 1

ফ্যাজিক্যাল  প্রোপার্টিঃ
এর দৈর্ঘ্য প্রায় ভিন্ন ভিন্ন ফাইবারের ক্ষেত্রে গড়ে ১৮-৩০ ইঞ্চি।এগুলো দেখতে ব্রাউন,উজ্জল বা ধূসর বর্নের হয়। এদের তাপসহ্যকরন ক্ষমতা এবং শোষন ক্ষমতা অসাধারন। তবে এদের স্থিতিস্থাপকতা তূলনামূলক দূর্বল। এবং গঠনে সুতার চেয়ে পাতলা এবং রেশমী।

 

ক্যামিকেল প্রোপার্টিঃ

★Flax Fiber দূর্বল এসিড প্রতিরোধে সক্ষম তবে উচ্চতাপমাত্রার লঘু এসিড বা নিম্ন তাপের গাড় এসিড প্রতিরোধে অক্ষম।

★কিছু কমন সলভেন্ট যেমন এসিটোন,ইথার, মিথাইল, অ্যালকোহল, ক্লোরোফর্ম প্রতিরোধী।

★ব্যাক্টেরিয়া বা ফাংগি দ্বারা আক্রান্ত হতে পারে।

★পোকামাকড় বা ক্ষতিকারক পতঙ্গ গুলো সহযে আক্রমণ করতে পারেনা।

★শক্তিশালী অ্যাল্কাইল প্রতীরোধে সক্ষম।

★এদের ডাই/রং ধারন ক্ষমতা অসাধারন।

 

ব্যবহারঃ

ফ্ল্যাক্স ফাইবার কটন ফাইবার অপেক্ষা দুই থেকে গুন বেশি শক্তিশালী।শক্তির তুলনায় স্থিতিস্থাপকতা খুবই কম।ফ্ল্যাক্স ফাইবার এর সবচেয়ে ভাল গ্রেডটি ব্যবহৃত হয় লিনেন ফাইবার তৈরীর জন্য,এবং অসূক্ষ বা মোটা ফাইবার দড়ি বা পাকানো কূন্ডলী তৈরীতে ব্যবহৃত হয়।

 

লিলেন বা ফ্লাক্স ফাইবার 2 লিলেন বা ফ্লাক্স ফাইবার | Textile Raw Materials – 1

এছাড়াও ফ্ল্যাক্স ফাইবার উচ্চ মানের কাগজ শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় মুদ্রিত ব্যাংকনোট, চায়ের ব্যাগ এবং সিগারেট ইত্যাদির কাগজ উৎপাদন জন্য রোলিং পেপার হিসেবে ব্যবহৃত হয়। কম্পোজিট বা যৌগিক ম্যাটেরিয়াল হিসেবেই এই ফাইবার এর ব্যবহার রয়েছে।

এটি একটি সেলুলোজ ফাইবার, কাঠ এবং উদ্ভিদ ফাইবার এর মত।এছাড়া ফ্ল্যাক্স ফাইবার খাদ্য উৎপাদন, ব্যক্তিগত যত্নের জন্য প্রয়োজনীয় পণ্য, পশুর ফিড বা খাবার, এবং অন্যান্য শিল্পে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়।

 

লিলেন বা ফ্লাক্স ফাইবার নিয়ে বিস্তারিত :

 

আরও পড়ুন…

Leave a Comment