মেশিন ডিজাইন | Maintenance of garments manufacturing machine (5065)

মেশিন ডিজাইন

বিষয়: মেইনটেন্যান্স অব গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং মেশিন
বিষয় কোড: ৫০৬৫
অধ্যায়: ১ম

 

মেশিন ডিজাইন

মেশিন ডিজাইন কি?

যন্ত্রের আবিস্কার কায়িক শ্রমনির্ভর মানসভ্যতাকে আমূল বদলে দিয়েছে৷ মানুষের জীবনযাত্রাকে সহজ, উন্নত ও আরামপ্রদ করার জন্য নানারকম যন্ত্রের আবিষ্কার ঘটেছে৷ কেবলমাত্র জীবনযাত্রার সহজীকরণই নয় অর্থনৈতিক উন্নয়ন স্বনির্ভরতা অর্জনের মূল চালিকাশক্তি এখন যন্ত্রভিত্তিক শিল্পায়ন৷

আমরা এখন যন্ত্রযুগে বাস করছি৷ মানুষ গৃহস্থালী কাজের জন্য কর্মচারীর বদলে যন্ত্রের উপর নির্ভর করতে শুরু করেছে৷ যোগাযোগ শিল্প, চিকিৎসা, উৎপাদন ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে তৈরি হয়েছে যন্ত্রনির্ভরতা৷ কাজেই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা উৎপাদন ও ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত বিধায় তাদের মেশিন এবং মেশিন -ডিজাইন বিষয়ে জ্ঞান থাকা একান্ত জরুরি৷
মেশিন ডিজাইন

মেশিন কি?

মেশিন এক বা একাধিক অংশ সংবলিত কর্ম সম্পাদন করার একটি কাঠামো৷ মেশিন সাধারণত যান্ত্রিক, রাসায়নিক, তাপ অথবা বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত হয়৷ মেশিনের সাহায্যে বিভিন্ন কাজ সম্পাদন করা যায় খুব সহজভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে৷

ডিজাইন হচ্ছে একটি পূর্ব পরিকল্পনা বা নকশা৷ কোন কাজ করার জন্য কাজটি কীভাবে করতে হবে তা সহজ এবং বোধগম্য উপায়ে অঙ্কন করা এবং উপস্থাপন করাকেই ডিজাইন বলে৷ তবে ডিজাইন শব্দটা ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়ে থাকে৷
(A design is a plan or specificaton for the construction of an object or system or for the implementation of an activity or process)

মেশিন ডিজাইন কাকে বলে?

একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট মেশিনের উন্নয়ন বা উদ্ভাবনের কাঠামোবদ্ধ পরিকল্পনাকে মেশিন -ডিজাইন বলে৷

(Machine desing is creation of plans for the machine to perform the desired functions)
মেশিন- ডিজাইনের ও ডেভেলপমেন্টের জন্য বৈজ্ঞানিক সূত্র সম্পর্কে ধারণা, কারিগরি জ্ঞান এবং সৃজনশীলতা ও চিন্তাশক্তি থাকা জরুরি৷

মেশিন ডিজাইনের গুরুত্ব?

মেশিন ডিজাইন ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একটি শাখা৷ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা উৎপাদন এবং প্রসেসিং এর সাথে সরাসরি জড়িত বিধায় তাদের মেশিন- ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি৷ নিচে মেশিন ডিজাইনের গুরুত্ব দেওয়া হলঃ

  • মেশিন অপারেশন
  • সেফটি এবং মেইনটেইন্যান্স
  • ডিজাইন তৈরি
  • নতুন প্রযুক্তির সন্নিবেশ

 

মেশিন অপারেশন

সঠিক অপারেশনের জন্য কোন ইঞ্জিনিয়ারের মেশিন- ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি৷

সেফটি এবং মেইনটেইন্যান্স

মেশিনের নিরাপত্তা এবং সঠিকভাবে যন্ত নিতে হলে তার ডিজাইন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন৷

ডিজাইন তৈরি

নতুন ডিজাইন তৈরির জন্য মেশিন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন৷

নতুন প্রযুক্তির সন্নিবেশ

নুতন প্রযুক্তি অ্যাডপশনের জন্য মেশিন -ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন৷

GarmentsGurukul.com Logo 252x68 px Dark

মেশিন ডিজাইন কত ও প্রকার কি কি?

মেশিন -ডিজাইনকে তিনভাগে বিভক্ত করা যায়ঃ

  • অ্যাডাপটিভ ডিজাইন (Adaptive design)
  • ডেভেলপমেন্ট ডিজাইন (Development design/Variant design)
  • নতুন/মৌলিক ডিজাইন (New design/Original design)

 

মেশিন ডিজাইন নিয়ে বিস্তারিত :

 

আরও পড়ুন…

Leave a Comment