প্যার্টান মেকিং টুলস | Basic Garments Pattern Making (4944)

প্যার্টান মেকিং টুলস

বিষয়: Basic Garments Pattern Making

বিষয় কোড: 4944

অধ্যায়: ১ম

 

প্যার্টান মেকিং টুলস

প্যাটার্ন কাকে বলে?

প্যাটার্নঃ প্যাটার্ন হচ্ছে কোন কিছুর নমুনা বা মডেল। মডেলটিকে এমন ভাবে তৈরি করা হয় যাতে ইহা দ্বারা আর্দ্র বালিতে বা অনুরূপ দ্রব্যে ছাঁচ তৈরি করে গলিত ধাতু ঢালাই করে বস্তু তৈরি করা যায়।

 

প্যার্টান মেকিং টুলস প্যার্টান মেকিং টুলস | Basic Garments Pattern Making (4944)

 

প্যাটার্নের প্রকারভেদঃ

প্যাটার্নকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথা-

(১) সিঙ্গেল পিচ প্যাটার্ন

(২) স্পীট প্যাটার্ন

(৩) ম্যাচ প্লেট প্যাটার্ন

(৪) কোপ এন্ড ড্রাগ প্যাটার্ন

(৫) গেটেড প্যাটার্ন

(৬) লুজ পিস প্যাটার্ন

(৭) সুইপ প্যাটার্ন

(৮) স্কেলিটন প্যাটার্ন

(৯) বিল্ট আপ প্যাটার্ন

(১০) বক্সড আপ প্যাটার্ন

(১১) সেগমেন্টাল প্যাটার্ন

(১২) শেল প্যাটার্ন

(১৩) লেগড আপ প্যাটার্ন

(১৪) লেফট এন্ড রাইট হ্যান্ড প্যাটার্ন

(১৫) ফলোবোর্ড প্যাটার্ন।

 

মাষ্টার প্যাটার্ন কি?

মাষ্টার প্যাটার্নঃ ধাতব প্যাটার্ন প্রস্তুত করার আগে প্রথমে সেই প্যাটার্নের কাঠের প্যাটার্ন তৈরী করা হয়। এই কাঠের প্যাটার্নকে মাষ্টার প্যাটার্ন বলে। কাঠের প্যাটার্নে ধাতব প্যাটার্নের দ্বিগুন সংকোচন এলাউন্স যুক্ত করা হয়। ইহা ছাড়াও অন্যান্য এলাউন্স যেমন- উত্তোলন, মেশিনিং নড়াচড়া ইত্যাদির জন্য এলাউন্স যুক্ত করা হয়।

Removable এবং Disposable pattern বলতে কী বুঝায়?

Removable pattern: যেসব প্যাটার্নকে মোল্ডিং শেষে মোল্ড হতে উত্তোলন করে আনা যায়, সে সমস্ত প্যাটার্নকে রিমোভেবল (Removable) প্যাটার্ন বলে। এই জাতীয় প্যাটার্নকে একাধিকবার ব্যবহার করা যায়। এটাকে স্থায়ী প্যাটার্নও বলে।

Disposable pattern: যে সকল প্যাটার্নকে মোল্ড হতে ঢালাইয়ের আগে উত্তোলন করা হয় না বরং ঢালাই ধাতুর তাপে বাষ্প বা তরল আকারে বের হয়ে যায়, তাকে Disposable pattern বলে।

প্যাটার্ন তৈরীর পদার্থ অনুসারে প্যাটার্নকে কত ভাগে ভাগ করা যায় কি কি? উদাহরণ সহ দেওয়া হলোঃ

পদার্থ অনুসারে প্যাটার্নকে দুই ভাগে ভাগ যায়। যথা-

১। ধাতব প্যাটার্নঃ যেমন- ঢালাই লোহা, অ্যালুমিনিয়াম, পিতল, হোয়াইট মেটাল ইত্যাদি দ্বারা তৈরী প্যাটার্ন।
২। অধাতব প্যাটার্নঃ কাঠ, মোম, প্লাষ্টিক, প্লাষ্টার, সিরামিক, সিমেন্ট, কাগজ, রাবার ইত্যাদি তৈরী প্যাটার্ন।

 

প্যার্টান মেকিং টুলস 1 প্যার্টান মেকিং টুলস | Basic Garments Pattern Making (4944)

 

প্যার্টান মেকিং টুলস নিয়ে বিস্তারিত :

 

আরও পড়ুন…

Leave a Comment