Site icon Garments Gurukul [ গার্মেন্টস গুরুকুল ] GDCN

প্যার্টান পেপার | Basic Garments Pattern Making (4944)

প্যার্টান পেপার প্যার্টান পেপার | Basic Garments Pattern Making (4944)

প্যার্টান পেপার

বিষয়: বেসিক গার্মেন্টস প্যার্টান মেকিং
বিষয় কোড: ৪৯৪৪
অধ্যায়: ১ম

 

প্যার্টান পেপার

প্যাটার্ন কি?

পোশাকশিল্পে একটি পোশাকের প্রত্যেকটি অংশের অবিকল প্রতিরূপ সমতল শক্ত কাগজ বোর্ডে নির্দিষ্ট মাপে যে ফর্মা তৈরি করা হয় তাকে প্যাটার্ন বলে।  পোশাকের প্রতিটি অংশের জন্য পৃথক পৃথক প্যাটার্ন তৈরি করা হয়। আর এ সকল প্যাটার্ন কাপড় কাটার পূর্বে কাপড়ের উপরে অথবা কাগজের উপর পোশাকের প্রত্যেকটি অংশের চিত্রাষ্কান এর জন্য ব্যবহার করা হয়।  আর পোশাকে যদি লাইলিং এবং ইন্টারলাইনিং ব্যবহার করা হয়। তবে তার জন্য প্যাটার্ন তৈরি করতে হয়।

প্যাটার্ন কত প্রকার?

প্যাটার্ন সাধারণত দুই প্রকারঃ

  • স্যাম্পল প্যাটার্ন
  • প্রোডাকশন প্যাটার্ন

স্যাম্পল প্যাটার্ন কি?

যে প্যাটার্ন দ্বারা নমুনা বা স্যাম্পল কাটা হয় তাকে স্যাম্পল প্যাটার্ন বলে।

প্রোডাকশন প্যাটার্ন কি?

যে প্যাটার্ন দ্বারা কোন গার্মেন্টসশিল্পে শত শত গার্মেন্টস তৈরি করা হয় তাকে প্রোডাকশন প্যাটার্ন বলে।

পোশাকশিল্পে প্যাটার্নকে আবার দুইভাগে ভাগ করা যায়ঃ

  • ব্লক প্যাটার্ন
  • গার্মেন্টস প্যাটার্ন বা ওয়ার্কিং প্যাটার্ন

ব্লক প্যাটার্ন কি?

ব্লক প্যাটার্ন বা বেসিক ব্লক বলতে মূল প্যাটার্নকে বুঝায়। যা একটি নির্দিষ্ট আদর্শ শারীরিক গঠনের সাথে মানানসই, কিন্তু কোন প্রকার বিশেষ সৌন্দর্য বৃদ্ধিকারক গঠন, ডিজাইন বা স্টাইলবিহীন।

গড় মাপের উপর ভিক্তি করে যুবক, প্রাপ্তবয়স্ক যুবক, প্রাপ্তবয়স্ক, লম্বা ইত্যাদি পুরুষ ও মহিলাদের জন্য ব্লক প্যাটার্ন তৈরি করা হয়। আবার শিশুদের বয়সের উপর ভিত্তি করেও আলাদা ব্লক প্যাটার্ন তৈরি করা হয়। ব্লক প্যাটার্ন দুটি পদ্ধতিতে তৈরি করা হয়ঃ

  • সমতল পদ্ধতি
  • মূর্তি নির্মাণ

 

 

গার্মেন্টস প্যাটার্ন বা ওয়ার্কিং প্যাটার্ন কি?

সমতল পদ্ধতিতে বা মডেলিং পদ্ধতিতে তৈরিকৃত ব্লক প্যাটার্ন বা বেসিক ব্লকের উপর ভিত্তি করে গার্মেন্টস প্যাটার্ন বা ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করা হয়। আর প্রতিটি প্যাটার্নকে বোর্ড পেপারের উপর রেখে পেন্সিলের সাহায্যে এর নকল অঙ্কন করা হয়।

অতএব এই ব্লক প্যাটার্নের নকল বা কপি এর সাথে সেলাই ভাতা, ছাঁটাই ভাতা, সেন্টার ফ্রন্ট লাইন, সেন্টার ব্যাক লাইন, বোতাম ঘর, বোতাম লাগানোর স্থান, ডার্ট, প্লিট, পোশাক কতটুকু ঢ়িলা হবে, বিভিন্ন বা নির্দিষ্ট অংশের বিশেষ নকশা যদি থাকে ইত্যাদি সংযোজন করা হয়।  প্যাটার্নসমূহ সঠিকভাবে সংযোজনের সুবিধার্থে সেলাই রেখা বরাবর U বা V আকৃতি খাঁজ কাটা হয়। আর একটি পোশাকের প্রতিটি অংশের জন্যই পৃথক পৃথক ওয়ার্কিং প্যাটার্ন বা গার্মেন্টস প্যাটার্ন তৈরি করা হয়।
প্রতিটি প্যাটার্নের উপর তীর চিহ্নের সাহায্যে গ্রেইন লাইন বা কাপড়ের টানা সুতার দিক-নির্দেশক চিহ্ন অব্যশই দেখাতে হবে। প্যাটার্ন আঁকা শেষ হওয়ার পর বোর্ড পেপার হতে ওয়ার্কিং প্যাটার্ন বা গার্মেন্টস প্যাটার্নকে ধারালো কাঁচি বা ছুরির সাহায্যে কেটে পৃথক করতে হবে।  এরপর প্রতিটি প্যাটার্নের উপর সাইজ ও অংশের নাম লিখতে হবে। ওয়ার্কি প্যাটার্নের সাহায্যে নমুনা পোশাক তৈরি করা হয়।

প্যার্টান পেপার নিয়ে বিস্তারিত :

 

আরও পড়ুন…

Exit mobile version