টেক্সটাইল টেস্টিং এর ১ম অংশ | Textile Testing & Quality Control (5045)

টেক্সটাইল টেস্টিং এর ১ম অংশ

টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল
বিষয় কোডঃ ৫০৪৫
অধ্যায়ঃ ১ম

 

টেক্সটাইল টেস্টিং এর ১ম অংশ

যে প্রসেসের মাধ্যমে বিভিন্ন ধরনের সাবস্টান্সের প্রোপার্টিস নির্ধারন করা হয় তাকে টেস্টিং বলে। টেস্টিং টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটির গুরুত্বপূর্ণ অংশ। টেস্ট করার মাধ্যমে টেক্সটাইলের ফল্ট সহজেই চিহ্নিত করা যায়। টেক্সটাইল টেস্টিং টেক্সটাইল সাপ্লাই চেইনের সাথে জড়িত বিভিন্ন এজেন্সির উৎপাদন, বন্টন এবং ব্যবহার থেকে মূল্য যোগ করে।

 

নমুনায়ন টেক্সটাইল টেস্টিং টেক্সটাইল টেস্টিং এর ১ম অংশ | Textile Testing & Quality Control (5045)

 

টেস্টিং এর টাইপ:-
টেস্টিং দুই ধরনের।যথা-
১. রুটিন প্রসেস টেস্টিং
২. কোয়ালিটি রিকোর্ড টেস্টিং

টেস্টিং অবজেক্টিভ:-
১. রিসার্চ
২. রো ম্যাটেরিয়ার সিলেকশন
৩. প্রসেস কন্ট্রোল
৪. প্রোডাক্ট কন্ট্রোল
৫. প্রসেস ডেভেলপমেন্ট
৬. প্রোডাক্ট ডেভেলপমেন্ট
৭. স্পেসিফিকেশন টেস্ট

ফ্যাক্টর এফেক্টিং টেস্ট রেজাল্ট:-
১. টেস্টের সময় এটমোসফেরিক কন্ডিশন
২. টেস্ট মেথড
৩. টেস্টিং যন্ত্র-পাতির ব্যবহার
৪. টেকশিয়ানের দক্ষতা।

কিছু গুরুত্বপূর্ণ টেক্সটাইল টেস্টিং:-

ফাইবার টেস্ট:-
১. ফাইবার আইডেন্টিফিকেশন
২. গ্রেডিং
৩. ফাইবার লেন্থ
৪. স্ট্রেন্থ & ইলংগেশন (টেনজাইল প্রোপার্টিস)
৫. ফাইননেস অথবা লিনিয়ার ডেনসিটি টেস্ট
৬. ম্যাচুউরিটি টেস্ট
৭. ট্রাস, নেপ্স টেস্ট ইত্যাদি।

 

টেক্সটাইল টেস্টিং

ইয়ার্ন টেস্ট:-
১. ইয়ার্ন কাউন্ট অথবা লিনিয়ার ডেনসিটি
২. টুইস্ট পার ইউনিট টেস্ট
৩. . স্ট্রেন্থ & ইলংগেশন (টেনজাইল প্রোপার্টিস)
৪. এ্যাপেয়ারেন্স
৫. ইভেননেস & রেগুলেরিটি
৬. হেয়ারনেস

ফেব্রিক টেস্ট:-
১. স্ট্রেন্থ & ইলংগেশন (টেনজাইল প্রোপার্টিস)
২. উইথ
৩. থিকনেস
৪. নাম্বার অফ এন্ডস & পিকস পার ইউনিট লেন্থ
৫. কাউন্ট অফ ইয়ার্ন ইউজড
৬. ফেব্রিক ওয়েট পার ইউনিট লেন্থ
৭. ডিজাইন & কনসট্রাকশন অফ ক্লথ
৮. এয়ার পারমেবিলিটি
৯. থার্মাল প্রোপার্টিস
১০. স্টাফনেস, হ্যান্ডল, ড্রাপ
১১. ক্রিজ রেজিস্টান্স & রিকোভেরি
১২. এব্রাশন
১৩. পিলিং
১৪. স্রিংকেজ
১৫. ওয়াটার এবসোর্বেন্সি ইত্যাদি।

 

GarmentsGurukul.com Logo 252x68 px Dark

 

টেক্সটাইল টেস্টিং এর ১ম অংশ নিয়ে বিস্তারিত :

 

আরও পড়ুন…

Leave a Comment