ইন্টারলাইনিং কি
বিষয়: গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং-৩
বিষয় কোড: ৫০৬১
অধ্যায়: ১ম
ইন্টারলাইনিং কি
পোশাকের নির্দিষ্ট কিছু অংশকে সুন্দর শক্তিশালী আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলার জন্য একটি বা একাধিক পরতা কাপড় ব্যবহার করা হয় তাকেই ইন্টারলাইনিং বলা হয়। ইন্টারলাইং আর বকরম একই জিনিস।
ইন্টারন্যাশনাল সাধারণত পোষাকের কলার, কাফ, ওয়েস্ট ব্যান্ড, ফতুয়ার কলার, কোটের সামনে ভাগে, প্যান্টের নিচে ইত্যাদি বিশেষ অংশে ইন্টারলাইনিং ব্যবহার করা হয়।
ইন্টারলাইনিং এর গুরুত্ব
যেকোনো ধরনের কাপড় পানিতে ভিজিয়ে ধৌত ধৌত করার ফলে তা কুচিয়ে যায় ফলে কাপড়েকে বাহ্যিক দিক থেকে দেখতে খারাপ দেখা যায়। আর যদি পোশাকে ইন্টারলাইনিং ব্যবহার করা হয় তাহলে পোশাক ধৌত করার পরেও পোশাকের সবগুলো অংশ কুঁচকিয়ে যাবে না।
পোশাকের সুন্দর্য বজায় রাখার জন্য ইন্টারলাইনিং ব্যবহার করা হয়। ইন্টারলাইনিং মূলত পোশাকের বিশেষ বিশেষ কিছু অংশে ব্যবহার করা হয় যাতে করে পোশাক আকর্ষণীয় হয়ে ওঠে এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে, ফলে বাজারেও এর অনেক চাহিদা থাকে। বর্তমানে প্রায় সব পোশাকের সাথে ইন্টারলাইনিং ব্যবহার করা হয়ে থাকে।
ইন্টারলাইনিং দুই প্রকার
- সিউন ইন্টারলাইনিং
- ফিউজিবল ইন্টারলাইনিং
সিউন ইন্টারলাইনিং
পোশাকের মূল কাপড়ের সাথে যে সকল ইন্টারলাইনিং সেলাই এর মাধ্যমে জোড়া লাগানো হয় তাকে বলে।
ফিউজিবল ইন্টারলাইনিং
যেই ইন্টারলাইনিং কাপড়ের সাথে তাপ ও চাপের দ্বারা জোড়া লাগানো হয় তাকে ফিউজিবল ইন্টারলাইনিং বলে।
ইন্টারলাইনিং কি নিয়ে বিস্তারিত :
আরও পড়ুন…